. সফ্টওয়ার মেলা

যে কোন ধরনের হ্যাক থেকে আপনার ফেইসবুক আইডি রক্ষা করুন কেউ যদি আপনার পাসওয়ার্ড ও জানে তাহলেও আপনার আইডিতে ঢুকতে পারবে না


ইদানিং একটা বিষয় খুবই চোখে পড়ছে, আর সেটি হলো একজন আরেকজনের ফেসবুক আইডি হ্যাক করতেছে।
আইডি হ্যাক করে বিভিন্ন স্ক্রিন শট দিয়ে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে।
মানুষ এখন বন্ধুকের গুলির চেয়ে স্ক্রিনশটকে বেশী ভয় পায়। যাই হোক বেশী বকবক করে ফেললাম।
চলুন আমরা এখন আসল কথায় আসি, আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো,
যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি যে কোন প্রকার হ্যাক থেকে বাঁচাতে পারবেন।
কেউ যদি আপনার পাসওয়ার্ড ও জানে তাহলেও আপনার আইডিতে ঢুকতে পারবে না।
টিপসটি হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা পাশে থাকুন। আর যারা জানেন না তারা নিচের ভিডিওটি পুরোপুরি দেখুন
ইন শা আল্লাহ্‌ কাজে আসবে।

চলুন ফটোশপ শিখি পর্ব-১ : পরিচিতি



আমার এ সিরিজ এ ফটোশপ প্রথম basics গুলো থেকে advanced লেভেল এ কিভাবে যাবেন তা তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও বিভিন্ন Tips and Tricks তোঁ থাকছেই। ফটোশপ এ প্রথম প্রথম কাজ করতে গেলে কিছুটা overwhelming লাগে। এর feature এর সংখ্যা অনেক। এর diversified use আছে। Adobe Photoshop এ কাজ করার অন্যতম সুবিধা এর creative cloud। আপনি চাইলে আপনার বানানো ফাইল গুলি direct Adobe এর অন্যান্য প্রোডাক্ট গুলি তে transfer করতে পারবেন। তোঁ চলুন চলে যাই এর basics গুলি তে।
১। কিভাবে নতুন ফাইল তৈরি করবেন।
ctrl+n চাপুন। অথবা উপরের টুলবার এ File select করে New চাপুন।
এবার ফাইল এর নাম দিন। এরপর resolution ঠিক করে দিন।
NB: Youtube এর ভিডিও এর thumbnail দিতে চাইলে 1280X720 দিন।
Youtube এর চ্যানেল banner বানাতে চাইলে 2560X1440 দিন।
এরপর Ok চাপুন।
২। পুরাতন ফাইল খোলার জন্য উপরের টুলবার এ File select করে open চাপুন অথবা ctrl+o চাপুন এবং ফাইল এর location দেখিয়ে দিন।
৩। save করার জন্য File select করে Save as এ click করুন। সেখানে থেকে File name দিন। উপরের টুলবার এ File select  এ default.psd extension থাকে, যা থেকে পরে আবার এডিট করতে পারবেন।
NBঃ সাধারন ব্যবহার এর জন্য JPEG format টি সিলেক্ট করুন।
যদি ভিডিও এডিটিং এ ছবিটি popup করাতে চান তাহলে PNG format টি ভাল হবে।
আজ এ পর্জন্তই। আগামি tune এ Photoshop এর বিভিন্ন tools নিয়ে আলোচনা করা হবে।
ধন্যবাদ।

নিয়ে নিন ২০১৭ এর সেরা ৫০ টি পেইড এন্ড্রয়েড এপ্স


সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।আমি আপনাদের সামনে এসে পরলাম 50+ টি লেটেস্ট পেইড এপ নিয়ে,যা প্রতি টা এন্ড্রয়েড ফোনে অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি।তো আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই। টিউন ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না,কেননা আপনাদের জন্যই এই টিউন।চলুন শুরু করা যাক।

A

Adguard Premium Remove All Ad - Download
ADW Launcher Pro- Download
Action Launcher Prime- Download
AZ Screen Recorder Premium- Download
Alarmy Sleep If You Can Premium [Best Alarm App] - Download
AndroVid Pro [Video Editor] - Download
B
C
Computer Launcher Pro - Download
D
Dr.Fone Recovery Premium- Download
Disk Digger Pro [Recovery] Pro - Download
E
Everywhere Launcher Pro- Download
Equalizer Player Pro Plus- Download
ES File Manager Pro - Download
F
G
Greenify Mod [No Root]- Download
H
Hola Launcher Pro- Download
I
Internet Speed Meter- Download
J
Jet Audio Plus Mod Silver- Download
K
L
Lightning Launcher Pro- Download
Launcher 8 Pro- Download
M
MX Player Pro 1.9.8 - Download
Music Player Plus- Download
MP3 Cutter & Joiner Pro - Download
N
Nova Launcher Prime- Download
Next Launcher 3D Pro - Download
Netguard Pro Firewall [No Root] - Download
O
Oreo Launcher Pro - Download
P
PicSay Pro With 50+ Font - Download
Player Pro- Download
Pulsar Player Pro- Download
Phonograph Music Player Pro- Download
Power Director Video Editor All Unlock Pro - Download
PowerAMP Full  - Download
PowerAMP Unlocker- Download
PowerAMP Pather- Download
Q
R
S
Snaptube VIP [Download Any Video,Audio,Picture]- Download
Smart Launcher Pro- Download
Samsung S8 Launcher Pro- Download
Spotify Cracked Mod- Download
Stellio Player+ Unlocker- Download
Slide Show Maker Pro- Download
ShareIT Ad free Mod- Download
T
Turbo Launcher Pro- Download
TSF Launcher 3D Shell Pro - Download
U
V
W
Wifi Map Free Password Craked Pro- Download
Wifi-WPS Unlocker Premium- Download
Wifi Password Pro Hacker- Download
X
Xiaomi File Manager Mod [Ad Free] - Download
XP Launcher Pro Mod- Download
Xplayer [Video Player] - Download
Y

Z

যেভাবে ডাউনলোড করবেনঃ

আপনার ফোনটি আসল নাকি ক্লোন? চেক করে নিন সহজেই।


একসময় মানূষ যখন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট গুলো কম দামে কিনত তখন সবাই বলত , আরে এতো চায়না ফোন তাই কমে পাওয়া গেছে ।
যুগ পালটেছে ..
কেও  চায়না বলেনা এখন আর এখন এমন ফোন গুলোকে বলা হয় ক্লোন। দেখতে হুবুহু  আসল ফোনের মত , আসল নকল দুটি পাশাপাশি রাখলে হয়ত কোম্পানীর কর্মকর্তারাও  কনফিউশনে পড়ে যাবে কোনটি তাদের আসল ফোন।
সবাই সবসময় তো আর শো রুম থেকে   মোবাইল কিনে না , আপনার মোবাইলটি আসলেই কোম্পানীর কিনা , অর্থাৎ  এটি ক্লোন  অথবা নকল নয়ত  এমন  চিন্তায় সবাই  থাকে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।
১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন
IMEI নাম্বার বের করতে  *#06#  চাপুন
২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।
৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।
৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য  বক্সে ক্লিক করুন ,
৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।
মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .